ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিজেপির সব নেতাকর্মী চোর-ডাকাত-গুন্ডা : মমতা

২০২৩ জুন ১৭ ১২:৪১:১১
বিজেপির সব নেতাকর্মী চোর-ডাকাত-গুন্ডা : মমতা

মমতা বলেন, এনআরসির নামে এত লোক মারা গেছে, কেউ গ্রেফতার হয় না। আবার আমাকে বলছে এনআরসি করতে। আমি বলেছি, করবো না। কারণ, ওদের ফরেনার ডিক্লেয়ার করতে হবে, বিদেশি ঘোষণা করতে হবে। আমি মনে করি, সব মানুষ পশ্চিমবঙ্গের। তাদের অধিকার রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে ভোট দেয়, সেই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কীসের এত ভয়?

মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর আগে কী ছিল? আগে লোকে বলতো, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। এখন লোকে বলে, ‘সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার’। আমরা দূর্গাপূজা করি না? আমরা কালি পূজা করি না? আমরা ঈদ করি না? আমরা জাহির থানে যাই না? আমরা মাঝি থানে যাই না? আমরা সব ধর্ম করি।

বিজেপির সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি একটা অপদার্থের দল, দাঙ্গাবাজদের দল। দাঙ্গা ছাড়া কিছুই জানে না। জিজ্ঞেস করুন বিজেপিকে, গ্যাসের দাম কত?

এরপর মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নন্দলাল’ বলে কটাক্ষ করে বলেন, ওহে নন্দলাল, ১১৪৯ রুপির গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, জবাব দেবে কে? ১০০ দিনের কাজের রুপি দেয় না। রাস্তা তৈরির রুপি দেয় না।

মার্কেট আওয়ার/তারিক

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর