ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সেন্ট্রাল হাসপাতালে সব অস্ত্রোপচার বন্ধ

২০২৩ জুন ১৬ ২০:২৪:৪৯
সেন্ট্রাল হাসপাতালে সব অস্ত্রোপচার বন্ধ

এক নবজাতকের মৃত্যু ও তার মায়ের মৃত্যুঝুঁকি তৈরি হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেয়া হয়।

ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণা অভিযাগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পরিদর্শন টিম বিকেলে হাসপাতালটি পরিদর্শন করে। এ টিমের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. দাউদ আদনান ও অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার উপ-পরিচালক ডা. মঈনুল আহসান। তাদের পরিদর্শনের পর সেন্ট্রাল হাসপাতালের বিষয়ে এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ডা. সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরে সেন্ট্রাল হসপিটালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না। আইসিইউ এবং জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ওই নবজাতকের মা মাহবুবা রহমান আঁখির পরিবারের কাছ থেকে গৃহীত চিকিৎসা বাবদ সব খরচ এবং চিকিৎসাজনিত যাবতীয় চিকিৎসা ব্যয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

অভিযোগ সংক্রান্ত সব কাগজপত্রাদি স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।

মাহবুবা রহমান আঁখির স্বজনদের ভাষ্যে, অন্তঃসত্ত্বা আঁখিকে গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভর্তি হয়েছিলেন চিকিৎসক সংযুক্তা সাহার অধীনে।

আঁখিকে চিকিৎসক সংযুক্তার অধীনে ভর্তি করা হলেও তিনি তখন দেশের বাইরে ছিলেন। বিষয়টি রোগী বা স্বজনদের থেকে আড়াল রাখে কর্তৃপক্ষ। অন্য চিকিৎসকেরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে গত ১১ জুন অস্ত্রোপচার করেন। এ সময় নবজাতকের মৃত্যু হয়। সংকটাপন্ন হয়ে পড়েন আঁখিও।

ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, নবজাতকের বাবা ইয়াকুব আলী বুধবার এ ঘটনায় মামলা করলে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা।

মার্কেট আওয়ার/তারিক

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর