ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইউক্রেনীয় অঞ্চল নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা রাশিয়ার

২০২৩ জুন ১৬ ০৯:৪৩:৪০
ইউক্রেনীয় অঞ্চল নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখেও দখলকৃত অঞ্চলে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টা থেকেই এ উদ্যোগ নিয়েছে মস্কো।

বৃহস্পতিবার এমনটাই ঘোষণা দিয়েছে মস্কো। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলোর ফ্রন্ট লাইনে ইউক্রেনের পালটা আক্রমণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্ধারণী পর্যায়ে আরও বেশ কিছু সময় লাগবে।

রাশিয়ার নির্বাচন করার উদ্যোগ মূলত দখলকৃত অঞ্চলে পরিস্থিতি অনুকূলে রয়েছে এই অবস্থা বিশ্ববাসীকে বোঝানো। একটি সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ এসব অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রুশ বার্তা সংস্থা তাস দেশটির প্রধান নির্বাচন কমিশনার এলা পামফিলোভার বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সিদ্ধান্তে পৌঁছেছে যে, আগামী সেপ্টেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছর রাশিয়া ইউক্রেনের কাছ থেকে চারটি অঞ্চল দখল করে নেয়।

তবে রাশিয়ার এমন উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কিয়েভ। তারা বলেছে, ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার পক্ষ থেকে আয়োজিত যেকোনো নির্বাচন হবে অবৈধ এবং অগ্রহণযোগ্য।

এদিকে, রণক্ষেত্রে ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রাশিয়া হারছে এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমাদের বীর জনগণ, আমাদের সেনারা রণক্ষেত্রে খুবই কঠিন বাধার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও রাশিয়ার ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। আমি আসলে বলতে চাচ্ছি রাশিয়া এই যুদ্ধ হারছে।’

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর