ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জীবন বিমার ঝলকে ফের শেয়ারবাজার ইতিবাচক

২০২৩ জুন ১৫ ১৮:১৭:১২
জীবন বিমার ঝলকে ফের শেয়ারবাজার ইতিবাচক

আজ আবার সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ জুন) জীবন বিমার শেয়ার ঘুরে দাঁড়ায়। ফলে গোটা শেয়ারবাজারও উত্থানের ধারায় ফিরে আসে। আজ এই খাতের ১৫টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৯টি বা ৬০ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর কমেছে ও অপরিবর্তিত রয়েছে ৩টি করে বা ২০ শতাংশের।

আজ শেয়ারবাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিন্ম লেনদেন হতে দেখা গেছে। লেনদেনের এমন খারাপ সময়েও জীবন বিমা খাতে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে। আজ এই খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ১০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেদেনের ১৯.১০ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ০৭ লাখ টাকার। ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় জীবন বিমা খাতের নেতৃত্বদান কারী রূপালী লাইফ সহ ৪টি জীবন বিমার শেয়ার আজ উঠে এসেছে।

এদিকে, আজ সাধারণ বিমা কোম্পানিগুলোর মধ্যেও শেয়ারদর বেড়েছে ১৮টি বা ৪২ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর কমেছে ১৩টি ও অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।

অন্যদিকে, আজ সাধারণ বিমা কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৪.৩৪ শতাংশ। অর্থাৎ আজ বিমা খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ২৩ শতাংশ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর