ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অবশেষে ইতিবাচক ধারায় বিএসসি

২০২৩ জুন ১৫ ১৮:০২:৪১
অবশেষে ইতিবাচক ধারায় বিএসসি

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগে গত ২১ মে কোম্পানিটির শেয়ার ১৩৮ টাকার ওপরে লেনদেন হয়। তার দুদিন পর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তিন প্রান্তিকে কোম্পানিটি রেকর্ড মুনাফা প্রকাশ করে। কিন্তু এতো বড় খবরেও কোম্পানিটির শেয়ারদর নেতিবাচক থাকে। তারপর থেকে টানা পতন দেখা যায়। দীর্ঘদিন পর আজ কোম্পানিটির শেয়ার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানু-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৮ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৩১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ টাকা ৫৯ পয়সা। এটি কোম্পানিটির রেকর্ড মুনাফা।

সর্বশেষ ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২১ অর্থবছরে ডিভিডেন্ডের পরিমাণ ছিল ১২ শতাংশ ক্যাশ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর