ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সংসার টেকাতে শতভাগ চেষ্টা করেছি : বুবলী

২০২৩ জুন ১৪ ০৯:৪৪:৫৭
সংসার টেকাতে শতভাগ চেষ্টা করেছি : বুবলী

বুবলী জানান, দাম্পত্য টেকাতে শতভাগ চেষ্টা করেছেন তিনি। সবসময় শাকিবের পছন্দটাকেই প্রাধান্য দিয়ে চলেছেন। সিনেমা করে হোক কিংবা ছেড়ে, সংসারে শতভাগ মনোযোগ দিয়ে হোক কিংবা জব করে, যেভাবেই শাকিব খানের ভালো লাগে, যেভাবে তার স্বামী শান্তি পান, সেভাবে থাকতেই চেষ্টা করেছেন বুবলী। তিনি নিজের দাম্পত্যের সম্মানটুকু বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

বুবলী আরও জানান, নানানভাবে অপমানিত হওয়ার পরও শাকিব খানের প্রতি তার সম্মান আছে ও থাকবে। এ ছাড়াও নিজেকে ঘরকুনো বলেছেন এই অভিনেত্রী। আবেগতাড়িত হয়ে বলেছেন, যখন তার ঘর ছিল, তখন সব কটি ঘর বাঁচানোর চেষ্টা করেছেন। যদিও শেষপর্যন্ত তা টেকেনি। তার ওপর নানান ধরনের অভিযোগ এনেছেন শাকিব। প্রশ্ন তুলেছিলেন তার চরিত্র নিয়েও। এমনকি বুবলীর সম্পত্তি নিয়েও সন্দেহ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।

বুবলীর সঙ্গে সংসার করবেন না শাকিব। এমনকি কোনো সিনেমাতেও থাকবেন না। এমনটাই জানিয়েছিলেন এই নায়ক। এরপর জল ঘোলা হয়েছে আরও। শাকিব-বুবলীর পাল্টাপাল্টি বক্তব্যে নেটপাড়া সরগরম ছিল বেশ কিছুদিন। তবে কেনো কিছুতেই এই সম্পর্ক আর জোড়া লাগেনি। তবে নিজেদের সন্তানের জন্য যা করা প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন শাকিব খান।

প্রেমের পর লুকিয়ে বিয়ে করেছিলেন এই দুই তারকা। কিন্তু এখন দুজনের যাত্রাপথ ভিন্ন। তাদের সম্পর্কের মাঝে বাজছে বিচ্ছেদের ঘণ্টা।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর