ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনার খবরে শেয়ার দরে বড় লাফ!

২০২৩ জুন ১৩ ২২:২৩:১২
দুর্ঘটনার খবরে শেয়ার দরে বড় লাফ!

এতে অফিস স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব নয় বিধায় কোম্পানিটি তার অফিস সাময়িকভাবে মিরপুরে স্থানান্তর করেছে। কোম্পানিটি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কর্পোরেট অফিস সংস্কার ও মেরামত কাজ ইতোমধ্যে শুরুও করা হয়েছে।

আজ মঙ্গলবার লেনদেনের শুরুতেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইয়াকিন পলিমার দুর্ঘটনার বিষয়টি বিনিয়োগকারীদের জানায়। দুর্ঘটনার খবরে কোম্পানিটির শেয়ার দর যথারীতি নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। কিন্তু কিছুক্ষণ পরই তা ইতিবাচক প্রবণতায় মোড় নেয়। এক পর্যায়ে কোম্পানিটির শেয়ার ১০ শতাংশ বেশি দরে প্রায় ক্রেতাশুন্য হয়ে যায়।

তবে বাজারের সার্বিক পতন বেড়ে যাওয়ার কারণে শেয়ারটি শেষ পর্যন্ত সার্কিট ব্রেকারের সবোচ্চ কিনারায় থাকেনি। কিছু নিছে নেমে লেনদেন শেষ করেছে। দিনশেষে শেয়ারটি ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। গতকাল শেয়ারটির ক্লোজিং দর ছিল ২৪ টাকা ২০ পয়সা। দুর্ঘটনার খবর আসার পর শেয়ারটির দর ২৩ টাকার নিচে নেমে গেলেও পরবর্তীতে তা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ২৬ টাকা ৬০ পয়সায় উঠে যায়। তবে লেনদেন শেষে ক্লোজিং দর হয় ২৫ টাকা ৯০ পয়সা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারটিতে কয়েকজন বড় বিনিয়োগকারী ঢুকে পড়েছেন। তাদের কারসাজিতে গত সপ্তাহে শেয়ারটি যেখানে ২০ টাকার নিচে লেনদেন হয়েছে, এখন সেটি ৩০ শতাংশ বেশি দরে লেনদেন হচ্ছে।

২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো রকমে ১ শতাংশ ডিভিডেন্ড দিতে পারলেও এরপর থেকে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৭ পয়সা।

গত দুই বছরের মধ্যে শেয়ারটি সর্বনিম্ন ৯ টাকা ৮০ পয়সায় এবং সর্বোচ্চ ২৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

লোকসানি কোম্পানি হিসাবে ইয়াকিন পলিমারের মূল্য আয় অনুপাত-পিই রেশিও নেগেটিভ। বাজার সংশ্লিষ্টরা কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর