ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এডিবি ও এআইআইবি থেকে ৮০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা

২০২৩ জুন ১৩ ১৮:৪২:০৮
এডিবি ও এআইআইবি থেকে ৮০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা

বৈদেশিক মুদ্রার সংকটকালীন সময়ে এই বাজেট সহায়তা আমদানির বিল মেটাতে ও দেশের ব্যবসা পরিস্থিতিতে স্থিরতা আনতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এডিবি এবং চীনের নেতৃত্বাধীন এআইআইবি উভয়েই এই আর্থিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার করে অবদান রাখবে।

সূত্র জানায়, এই দুই সংস্থার ছাড়াও চলতি মাসে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সঙ্গে ইয়েনে প্রায় ২৩০ মিলিয়নের আরও একটি বাজেট সহায়তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা প্রস্তাব আজ (১৩ মে)) এশীয় উন্নয়ন বোর্ড (এডিবি)-এর বোর্ড সভায় উঠবে। আগামীকাল (১৪ মে) এডিবির সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এডিবির সঙ্গে চুক্তির হওয়ার পর দিনই এআইআইবির সঙ্গে আরও ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সাধারণত ঋণ চুক্তির পর পরই বাজেট সহায়তার অর্থ ছাড় হয়ে যায়। ফলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই ৮০০ মিলিয়ন ডলার অর্থছাড় হবে।

এই দুই সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া যাবে বাজার ভিত্তিক সুদ হারে। ফলে একটু উচ্চ সুদে এই ঋণ নিতে হবে।

তবে সংশ্লিষ্টারা বলছেন, সুদহার বেশি হলেও ডলার সংকটের কারণে বর্তমানে দেশে বাজেট সহায়তা প্রয়োজন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেট সহায়তার এই চুক্তি ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি জোর দিয়ে বলেন, বাজেট সহায়তার ক্ষেত্রে সুদের এই হার তুলনামূলকভাবে কম। তিনি আরও বলেন, কয়লা ও এলএনজি আমদানির জন্য বাংলাদেশের পক্ষে অন্যকোনো বাণিজ্যিক উৎস থেকে এত অনুকূল হারে ঋণ নেওয়া সম্ভব হবে না।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর