ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চার সপ্তাহ টানা ঊর্ধ্বশ্বাস, তারপর ধপাস!

২০২৩ জুন ১৩ ১৮:১৩:৪৯
চার সপ্তাহ টানা ঊর্ধ্বশ্বাস, তারপর ধপাস!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত জীবন বিমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার টানা ২৩ কর্মদিবস ঊর্ধ্বশ্বাসের পর আজ মঙ্গলবার (১৩ জুন) পিছুটানে মোড় নিয়েছে। আজ শেয়ারটির দরে বড় পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১১ মে শেয়ারবাজারে ট্রাস্ট ইসলামী লাইফ শেয়ারের অভিষেক হয়। অভিষেকের পর থেকে টানা ২৩ কর্মদিবস কোম্পানিটির শেয়ার ঊর্ধ্বশ্বাসে ছিল। এরমধ্যে ২২ কর্মদিবসই শেয়ারটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে ক্রেতাশুন্য থেকেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত চার সপ্তাহ যাবত সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ কোম্পানির মুকুট পড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ। গতকাল বড় দরপতনের দিনেও শেয়ারটি ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছিল। কিন্তু আজ আর মেরুদন্ড শক্ত করে এগুতে পারেনি। আজ শেয়ারটির বড় পতন হয়েছে।

ডিএসইতে আজ দর পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ। শেয়ারটির আজ পতন হয়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৬.৯০ শতাংশের বেশি। লেনদেনের শুরুতে আজ শেয়ারটি ৮৩ টাকা ৭০ পয়সায় উঠলেও দিনশেষে ৭৫ টাকায় নেমে যায়। লেনদেনশেষে শেয়ারটির ক্লোজিং দর হয়েছে ৭৬ টাকা ৮০ পয়সায়। দিনভর লেনদেন হয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৯২৬টি শেয়ার।

গত রোববার (১১ জুন) কোম্পানিটির লেনদেন হয়েছিল ৪৩ লাখ ২৪ হাজার ৭৮২টি শেয়ার। যা শেয়ারবাজারে আসার পর সর্বোচ্চ লেনদেন। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৫০৫টি শেয়ার। আজ লেনদেন আগের দিনের চেয়ে বাড়লেও পতন ছিল চোখে পড়ার মতো।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর