ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে অস্ট্রেলিয়ায় নিহত ১০

২০২৩ জুন ১৩ ১৪:২৩:০০
বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে অস্ট্রেলিয়ায় নিহত ১০

স্থানীয় সময় রোববার (১২ জুন) বেলা সাড়ে এগারোটা নাগাদ সিডনির কাছের শহর গ্রেটার পাশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসের চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা।

এই অঞ্চলটা আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত। এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের ৫৮ বছর বয়সি চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর