ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফের ফ্লোর প্রাইসে তিন কোম্পানির শেয়ার

২০২৩ জুন ১২ ১৭:৪৯:৫৬
ফের ফ্লোর প্রাইসে তিন কোম্পানির শেয়ার

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ পতনের ধাক্কায় তিন কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। কোম্পানিগুলো হলো-ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, জিবিবি পাওয়ার ও ক্রাউন সিমেন্ট লিমিটেড।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স

দীর্ঘদিন কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে ছিল। জীবন বিমার শেয়ারে গতি ফিরে আসায় গত ৮ জুন (বৃহস্পতিবার) শেয়ারটি ফ্লোর প্রাইস অতিক্রম করে স্বাভাবিক লেনদেনে ফিরে আসে। ওইদিন শেয়ারটি ফ্লোর প্রাইস ১৭৯ টাকা ওঠে ১৯৬ টাকা ৭০ পয়সায় ক্লোজিং হয়। লেনদেনও হয় ২০ লাখ শেয়ারের বেশি। তার পরের দিন রোববার ১৮৪ টাকা ক্লোজিং হয়। লেনদেনও কমে দাঁড়ায় ৩৪ হাজারের ঘরে। দুই দিনের মাথায় আজ সোমবার কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইস ১৭৯ টাকায় ফিরে আসে এবং লেনদেন সামান্য বেড়ে দাঁড়ায় ৫৫ হাজারের ঘরে।

জিবিবি পাওয়ার

গত ০২ মে জিবিবি পাওয়ারের শেয়ার ফ্লোর প্রাইস ভেদ করে স্বাভাবিক লেনদেনে ফিরতে দেখা যায়। এরপর কোম্পানিটির শেয়ার দরের পাশাপাশি লেনদেনে ঝলক দেখা যায়। কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই কোম্পানিটির শেয়ার ফের ফ্লোর প্রাইসে গড়াগড়ি খেতে শুরু করে। তারপর বাজারে উত্থান প্রবণতা দেখা দিলে শেয়ারটির দরও কিছুটা সামনে এগুতে দেখা যায়। কিন্তু আজ পতনের বাজারে শেয়ারটি ফের ফ্লোর প্রাইস ১৫ টাকা ১০ পয়সায় ফিরে আসে।

ক্রাউন সিমেন্ট

দীর্ঘদিন ফ্লোর প্রাইসের চৌহদ্দিতে আটকে থাকার পর মে মাসের শুরু থেকে কোম্পানিটির শেয়ার মাঝেমধ্যেই ফ্লোর প্রাইস ভেদ করে স্বাভাবিক লেনদেনের উঁকিঝুঁকি দিতে থাকে। একদিন ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হলে পরের দিন ফের ফ্লোর প্রাইসে বিশ্রামে চলে যায়। তবে চলতি মাসে ফ্লোর প্রাইস ভেঙ্গে বেশ সামনে এগুতে থাকে শেয়ারটি। এরমধ্যে ফ্লোর প্রাইস ৭৪ টকা ৪০ পয়সা থেকে ৭৬ টাকা পর্যন্ত ঘুরাঘুরি করে। লেনদেনেও নতুন গতি দেখা যায়। কিন্তু আজ শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে স্থান করে নেয় এবং লেনদেনও তলানিতে এসে ঠেকে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর