ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এনবিআরের নতুন আইন: ক্যাপিটাল গেইন আয়করের আওতামুক্ত

২০২৩ জুন ১১ ২১:৩৩:০৫
এনবিআরের নতুন আইন: ক্যাপিটাল গেইন আয়করের আওতামুক্ত

এনবিআর-এর নতুন আইনে ক্যাপিটাল গেইনের উপর কর রেয়াত সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ডের উপর উৎসে কর না কাটার সুবিধা দেয়া হবে।

নতুন আইনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে পরিচালিত কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ থেকে আয় কর এর আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত আয় বা ক্যাপিটাল গেইন আগের ন্যায় করের আওতামুক্ত থাকবে।

তিনি জানান, এছাড়া মিউচ্যুয়াল ফান্ড কোন কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে যে উৎসে কর কাটা হতো, তা আগামিতে কাটা হবে না। এতে করে মিউচ্যুয়াল ফান্ডের আয় বাড়বে এবং বিনিয়োগ সক্ষমতা বাড়বে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর