ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টেস্টের রাজত্ব এখন অস্ট্রেলিয়ার

২০২৩ জুন ১১ ১৯:৪৮:১৪
টেস্টের রাজত্ব এখন অস্ট্রেলিয়ার

শেষ দিনে ২৮০ রান দরকার ছিল ভারতের। হাতে ছিল ৭ উইকেট। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার রাহানে ছিলেন ২০ রানে অপরাজিত। সঙ্গী তার ৪৪ রানে থাকা বিরাট কোহলি। বিশ্ব রেকর্ড গড়ে জয়ের প্রায় অসম্ভব স্বপ্ন তাই দেখছিল ভারত।

তবে স্কট বোল্যান্ড এসব পাত্তা দেননি। দিনের সপ্তম ওভারেই কোহলিকে(৪৯) ফিরিয়ে দিলেন। এতে অবশ্য কোহলিরই দায় বেশি। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়েছেন সাবেক অধিনায়ক। তবে এক বল বিরতি দিয়ে শূন্য হাতে রবীন্দ্র জাদেজার আউটে পুরোটাই বোল্যান্ডের কৃতিত্ব।

তার ওবল সিমে সবারই সমস্যা হচ্ছে। মাত্র উইকেটে আসা জাদেজা বুঝতেই পারেননি, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পরও কীভাবে ব্যাটের স্পর্শ নিয়ে গেল বল। মাত্র ১৫ রান যোগ হতেই দুই উইকেটের পরতন। রাহানে তবু চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু মিচেল স্টার্কের অনেক বাইরের এক বলে কাট করতে গিয়ে ফিরলেন তিনিও (৪৬)। ওভালে টানা তিন ইনিংসে ফিফটি পাওয়া শার্দূল ঠাকুর এবার আউট শূন্য রানে। স্টার্ক ও লায়নই ভারতের লেজটা মুড়ে দিলেন ২৩৪ রানের মধ্যে।

টানা দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার স্বাদ পেল ভারত।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর