ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘একঘরে’ ইমরান খান, পাকিস্তানের মিডিয়ায় উধাও

২০২৩ জুন ১০ ১৪:৩৩:২৫
‘একঘরে’ ইমরান খান, পাকিস্তানের মিডিয়ায় উধাও

ক্ষমতা হারিয়ে পাকিস্তানের প্রধান প্রধান শহরে একের পর এক বিশাল বিশাল র‍্যালি করেন। সেখানে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ বিভিন্ন সামরিক কর্মকর্তাকে একহাত নেন। গত বছরের শেষ নাগাদ তার ওপর যে হত্যাচেষ্টার হামলা হয়-এজন্য তিনি দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা, বর্তমান প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতাদের দায়ী করেন।

এরপর চলতি বছরের গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুইদিনের মাথায় জামিনে তিনি মুক্তি পান তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। পিটিআই সমর্থকরা দেশজুড়ে-বিশেষ করে সামরিক স্থাপনায় তাণ্ডব চালান। যদিও ইমরান খান দাবি করেছেন, তার সমর্থকরা এ কাজ করেননি। এরপর ইমরান খানের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয়। পিটিআই থেকে প্রায় একশ নেতা পদত্যাগ করেছেন।

পিটিআই প্রধান অভিযোগ করেছেন, সেনাবাহিনীর অস্ত্রের মুখে নেতারা তার দল থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যম থেকে গায়েব হয়েছেন ইমরান খান। গত সপ্তাহে ইমরান খানের নাম বা ছবি দেশটির মিডিয়ায় নেই বললেই চলে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ মে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা পাকিস্তানের সংবাদ চ্যানেলগুলোর জন্য একটি নির্দেশিকা পাঠায়। যেখানে ৯ই মে এর ঘটনার কথা উল্লেখ করে সংবাদ চ্যানেলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় ঘৃণা ছড়ায় এমন বক্তব্য যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিয়ে থাকেন তাদের বিষয়ক যেকোন সম্প্রচার থেকে যাতে চ্যানেলগুলো বিরত থাকে।

খবরে বলা হয়েছে, ওই নির্দেশিকার কোথাও ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু বিবিসি বেশ কয়েকটি টিভি স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, চ্যানেলে খুব পরিষ্কার ভাষায় বার্তা পাঠানো হয়েছে যেন ইমরান খানের নাম উল্লেখ করা যাবে না, তার ছবি প্রচার করা যাবে না, তার কণ্ঠস্বর শোনানো যাবে না এমনকি চ্যানেলের টিকারেও এরকম কিছু উল্লেখ করা যাবে না।

কর্মকর্তারা আরও জানান, যদি তাকে উল্লেখ করাটা একান্তই দরকার হয় তাহলে ইমরানকে শুধু তার পদবী দিয়ে উল্লেখ করা যাবে, আর সেটি হচ্ছে তার দল পিটিআই এর চেয়ারম্যান।

দুইটি সূত্র বিবিসিকে বলেছে, তারা তাদের টিভি স্টেশনের মালিকের সাথে সরাসরি কথা বলেছেন। তারা জানিয়েছেন, চ্যানেলের মালিকদেরকে সামিরক এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কী চায়।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান টিভিতে কাজ করেন এমন একজন জানান, তাদেরকে বলা হয়েছে, তার নাম রয়েছে এমন কোন খবর প্রকাশ বা প্রচার করা যাবে না এবং এরপরেও যদি আপনি সেটি করেন তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।

এনিয়ে বিবিসি পাকিস্তানের সামরিক বাহিনীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো উত্তর মেলেনি। তবে পেমরার মহাপরিচালক নির্দেশিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইমরান খানের নাম উল্লেখ না করার মতো কোন নির্দেশনা চ্যানেলগুলোকে দেওয়া হয়নি।

এদিকে এরই মধ্যে খবর চাউর হয়েছে ইমরানের দলত্যাগী নেতারা নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। সেনাবাহিনীর মদতে ২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান দেশটির শক্তিশালী বাহিনীর সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা হারিয়ে যে মাথা চাড়া দিয়ে আর উঠতে পারবেন না বলে ধারণা বিশেষজ্ঞদের। ইতোমধ্যে তিনি যে একঘরে হয়ে পড়েছেন তা বলতে দ্বিধা নেই।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর