ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানালো সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়

২০২৩ জুন ১০ ১০:১৩:৫০
বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানালো সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়

এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের (০৭ জুন) মধ্যে ৮০ শতাংশের বেশি ভিসা সম্পন্ন করায় রাজকীয় সৌদি সরকার বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে এক চিঠিতে বলা হয়েছে, ১৪৪৪/২০২৩ সনের হজে ৭ জুনের মধ্যে বাংলাদেশের হজযাত্রীদের ৮০ শতাংশের বেশি ভিসা সম্পন্ন করায় রাজকীয় সৌদি সরকার বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এর আগে ০৫ জুন সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বুধবারের (০৭ জুন) মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা না করানো গেলে জটিলতায় পড়তে পারে বাংলাদেশ, হতে পারে লাল তালিকাভুক্তও।

এরপর মঙ্গলবার (০৬ জুন) সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বার্তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, বুধবার‌ ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা না করানো গেলে জটিলতায় পড়তে পারে বাংলাদেশ। হতে পারে লাল তালিকাভুক্তও। এমন তথ্য জানিয়ে ধর্ম সচিবকে চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ হজ অফিস।

তবে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিসার হার ৮০ দশমিক ৬৩ শতাংশ হয়ে যায়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর