ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

২০২৩ জুন ০৯ ১৫:২৯:০৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

একই দিনে সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

সেলাঙ্গর রাজ্যের পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটককৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি বলেন, বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করছিলেন। বিশেষ করে বিদেশি শ্রমিকরা ১.৬ হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে সবজি চাষ করে আসছেন।

আটক অভিবাসীদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর