ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুশফিককে অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব

২০২৩ জুন ০৮ ১৭:৪১:৩৯
মুশফিককে অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব

বৃহস্পতিবার (০৮ জুন) প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তার অনুপ্রেরণা, জাতীয় দলে ডাক পাওয়া ও স্বপ্ন নিয়ে।

এদিকে দলের সঙ্গে অনুশীলন না করলেও আজ মাঠে ছিলেন চোটে আফগান টেস্টের দলে না থাকা সাকিব আল হাসান। সাকিব রানিং করেছেন একা একা। রানিংয়ের ফাঁকে প্রথমবার দলে ডাক পাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। মুশফিককে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন সাকিব। অনুশীলন শেষেই সংবাদমাধ্যমে মুশফিক নিজেই এ কথা জানিয়েছেন।

অনুশীলনে সাকিবের সঙ্গে কথা হওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘সাকিব ভাই বলেছেন, অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।’

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর