ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ছয় ইসলামি ধারার ব্যাংকে অতিরিক্ত তারল্য নেই

২০২৩ জুন ০৭ ১৯:৪৮:২৩
ছয় ইসলামি ধারার ব্যাংকে অতিরিক্ত তারল্য নেই

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিয়ম অনুযায়ী সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) এবং নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) বজায় রাখার পর অতিরিক্ত তারল্যের পরিমাণ নির্ণয় করা হয়। ইসলামী ধারার ব্যাংকগুলোর জন্য এসএলআর খাতে ৫ দশমিক ৫ শতাংশ এবং সিআরআর খাতে ৪ শতাংশ।

এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, এসব ব্যাংকের অতিরিক্ত তারল্য নেগেটিভ হয়ে যাওয়ার অর্থ ব্যাংকগুলো বেশি পরিমাণে ঋণ বিতরণ করেছে। কারণ ইসলামী ধারার ব্যাংক যদি ১০০ টাকা আমানত পায়, তাহলে ৯২ টাকা ঋণ বিতরণ করতে পারবে। বাকি টাকা সিআরআর ও এসএলআর খাতে দিতে হয়। তবে ৯২ টাকার মধ্যে পুরো অর্থ ঋণ হিসাবে বিতরণ করে না। ধরা যাক, ৮২ টাকা ঋণ হিসাবে বিতরণ করল, তাহলে অতিরিক্ত তারল্য ১০ টাকা। তবে এ ছয় ব্যাংক নেগেটিভ অর্থাৎ সীমা অতিক্রম করে ঋণ বিতরণ করেছে।’

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশের ১ হাজার ৭৯ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের ১৪ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ হাজার কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৯৩ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ৪৫২ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪৫৪ কোটি টাকা অতিরিক্ত তারল্য ঋণাত্মক হয়েছে । অর্থাৎ নির্ধারিত সীমার বাইরে ঋণ বিতরণ করায় এসব ব্যাংকের অতিরিক্ত তারল্য নেগেটিভ হয়েছে।

ডিসেম্বর প্রান্তিকে এসব ব্যাংকের অতিরিক্ত তারল্য পজিটিভ বা ইতিবাচক ছিল। সে সময় ইসলামী ব্যাংক বাংলাদেশের ১ হাজার ৩০২ কোটি, আইসিবি ইসলামিক ব্যাংকের ২৭ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮০৯ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামীর ৩৭৬ কোটি, ইউনিয়নের ৫০৯ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫৮৮ কোটি টাকা পজিটিভ অতিরিক্ত তারল্য ছিল।

এ বিষয়ে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ করা। কারণ এ ব্যাংকগুলোতে সুশাসনের ঘাটতি রয়েছে। কারণ এগুলো জনগণের আমানতের অর্থ। কেন্দ্রীয় ব্যাংক জনগণের স্বার্থ দেখে না, নির্দিষ্ট ব্যক্তির স্বার্থ বিবেচনা করে।’

১৩টি ইসলামী ধারার ব্যাংকে ডিসেম্বর প্রান্তিক শেষে অতিরিক্ত তারল্য ছিল ২২ হাজার ২৯১ কোটি টাকা। আর মার্চ প্রান্তিকে এসে দাঁড়িয়েছে ৭ হাজার ৭০৮ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য কমেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘দেশের ব্যাংকগুলো নিয়মকানুনের ঊর্ধ্বে গিয়ে ঋণ বিতরণ করছে। এতে জনগণের টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকে অতিরিক্ত তারল্য নেগেটিভ হয়ে যাওয়ার অর্থ নিয়ম ভঙ্গ করে ঋণ বিতরণ করেছে। ফলে ব্যাংকগুলো এসএলআর ও সিআরআর খাতেও টাকা রাখতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের উচিত এসব ব্যাংকের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া।’

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর