ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না: সিইসি

২০২৩ জুন ০৭ ১৯:৪৫:৩৯
নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না: সিইসি

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না। আমরা নির্বাচনে খুব কঠোর অবস্থানে রয়েছি। কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। ইতোমধ্যে আমরা অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছি। এছাড়া, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে আমরা নির্বাচন স্থগিত করে দেব।’

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘অন্যান্য নির্বাচনের মতো রাজশাহী সিটি নির্বাচনেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আপনারা ভোটে দাঁড়িয়েছেন, ভোটাররাও ভোট দিতে আসবেন। ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে। তাহলে নির্বাচন সফল হবে। কিন্তু ইভিএম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেননা, ইভিএমে আমরা ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।’

সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘আচরণবিধি বিঘ্ন হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।’

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর