ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আতঙ্ক কাটিয়ে উত্থানে শেয়ারবাজার

২০২৩ জুন ০৭ ১৬:৪৮:৫২
আতঙ্ক কাটিয়ে উত্থানে শেয়ারবাজার

ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের গুজবে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু একদিন পরেই সেই আতঙ্ক কাটিয়ে উত্থানে ফিরেছে শেয়ারবাজার।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, দর কমেছে ৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে। সিএসইতে ২১০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪ টির দর বেড়েছে, কমেছে ৪৬ টির এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর