ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গুজবে শেয়ারবাজারে বড় পতন

২০২৩ জুন ০৬ ১৮:৩৪:১১
গুজবে শেয়ারবাজারে বড় পতন

গুজবের উপর ভর করে আজ এমন গুজবে লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই প্রায় ৩৭ পয়েন্টের পতন হয় শেয়ারবাজারে। শেষ পর্যন্ত সূচকের পতন আরও বেড়ে লেনদেন শেষ হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার জাতীয় সংসদে ইনকাম ট্যাক্সের একটি আইন পাশ হয়েছে। যে আইনে বিভিন্ন ট্যাক্সের বিষয় রয়েছে। যদিও সেখানে ক্যাপিটাল গেইন সংক্রান্ত কোন বিষয় ছিলনা।

ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটি মওকুফ করা হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি এসআরও এর মাধ্যমে।

আয়কর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এনবিআর থেকে এসআরও জারি করে কোন সিদ্ধান্ত নেওয়া হয় তা বাতিল করতে হলে সেই এসআরও এর মাধ্যমে বাতিল করতে হয়। সে জন্য ইনকাম ট্যাক্সের সাথে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের কোন বিষয় নেই।

মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনাঃ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের সাথে লেনদেনও কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। ডিএসইতে ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬৯ কোটি ৮ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৯পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৭ পয়েন্টে। সিএসইতে ৩৬৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১ টির দর বেড়েছে, কমেছে ১০৮ টির এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর