ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বীরেন্দর শেবাগ রেল দুর্ঘটনায় পরিবারহারা শিশুদের বিনামূল্যে পড়াবেন

২০২৩ জুন ০৬ ০৬:৪০:১১
বীরেন্দর শেবাগ রেল দুর্ঘটনায় পরিবারহারা শিশুদের বিনামূল্যে পড়াবেন

ঠোঁটকাটা, ঝগড়াটে ও অহংকারী -বদনামের শেষ নেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের। সেই শেবাগই এবার স্থাপন করলেন মানবতার অনন্য নজির। উড়িষ্যার ভয়াবহ রেল দুর্ঘটনায় যে শিশুরা বাবা-মা হারিয়েছেন তাদের প্রত্যেকের পড়াশুনার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ব্যাটার।

রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত আড়াইশর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যে সংখ্যাটা বাড়তে পারে আরও। সারি সারি লাশের দৃশ্য ব্যথিত করেছে মানুষকে। পরিবারহারা হয়েছে অসংখ্য মানুষ, যেখানে শিশুদের সংখ্যাও নেহায়েত কম নয়। পরিবারহারা শিশুদের লেখাপড়া যেন থমকে না যায়, সে জন্য নিজের গড়া বোর্ডিং স্কুলে এই শিশুদের লেখাপড়া করার সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শেবাগ।

দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রেনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে শেবাগ লিখেছেন, 'এই ছবিটি আমাদের অনেকদিন ধরে তাড়া করবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের সন্তানদের শিক্ষার জন্য আমি যেটুকু পারি করব। শেবাগ ইন্টারন্যাশনাল স্কুলের বোর্ডিংয়ে তাদের বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব দিলাম।'

এখানেই থেমে থাকেননি শেবাগ। দুর্ঘটনায় আক্রান্ত ট্রেন থেকে মানুষ ও সম্পদ উদ্ধারে নিয়োজিতদের প্রতি স্যালুট জানিয়ে আরেকটি টুইটে লিখেছেন, 'সেসব সাহসী নারী ও পুরুষদের স্যালুট জানাই যারা উদ্ধার অভিযানের কাজে সামনের সারিতে ছিলেন। মেডিকেল টিম এবং স্বেচ্ছায় রক্তদানকারী স্বেচ্ছাসেবকদের স্যালুট। এই কাজে আমরা একজোট হয়েছি।'

শেবাগের এমন উদ্যোগের দারুণ প্রশংসা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারদের নীরবতা ক্ষুব্ধ করেছে সমর্থকদের। এমন মানবিক বিপর্যয়ের পরও বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মতো সুপারস্টারদের দিক থেকে কোনো আওয়াজ পাওয়া যায়নি।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর