ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারত সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

২০২৩ জুন ০৬ ০৬:৩৪:৫৪
ভারত সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সোমবার (৫ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের দুদিনব্যাপী ভারত সফর শুরু হয়। এদিনই নয়া দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, বৈঠকের দুই পক্ষের মধ্যে সামরিক প্রযুক্তির আদানপ্রদান নিয়ে নানা আলোচনা হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির বিষয়টিও আলোচনায় হয়েছে। এছাড়া ইন্দো পেসিফিক, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রসঙ্গ আলোচনায় উঠে আসে। একইসঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া প্রসঙ্গও ওঠে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘দুই দেশের সম্পর্কের দ্রুত উন্নতি হচ্ছে। আমরা এখন প্রতিরক্ষা শিল্প সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের দিকে নজর দিচ্ছি।’ খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা শিল্পোৎপাদনে এ সহযোগিতার মূল লক্ষ্য ভারতকে ‘আত্মনির্ভর’ করে তোলা এবং ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান বাস্তবায়িত করা। দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক বছর এ লক্ষ্যে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র কীভাবে বিস্তৃত করবে, তার নীতিনির্ধারণী দিকনির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। সেই অনুযায়ী দুই দেশ নতুন প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। উৎপাদনের ব্যাপ্তি ঘটাতে প্রযুক্তি হস্তান্তরের ওপরও জোর দেয়া হবে। বৈঠকের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, অবাধ ও আইনি শাসনের আওতায় রাখা এবং তা নিশ্চিত করতে দুই দেশের সম্পর্ক গভীরতর হওয়া জরুরি। সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে ভারত আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসার আগে সিঙ্গাপুরে এশিয়া নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলন ‘সাংগ্রি লা ডায়ালগ’-এ অংশ নেন। সেখানে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ন্যাটো’র মতো কোনো সামরিক জোট গঠন পুরো অঞ্চলকে বিবাদের ঘূর্ণাবর্তে নিমজ্জিত করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ জুন ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। তার আগেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম খাতে সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হলো।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর