ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জজ কোর্টে আ.লীগ ও বিএনপির আইনজীবীদের সংঘর্ষ, আহত ৫

২০২৩ জুন ০৫ ২১:১৮:৪১
জজ কোর্টে আ.লীগ ও বিএনপির আইনজীবীদের সংঘর্ষ, আহত ৫

সোমবার বিকেলের এ সংঘর্ষে আহতরা হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী (৪০), অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম (৩৫), অ্যাডভোকেট আনোয়ার হোসেন তারুণ্য (৩০), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (৩৫) ও অ্যাডভোকেট মোসাম্মৎ মুক্তি (৩০)।

এদের মধ্যে ওমর ফারুক ফারুকীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া অ্যাডভোকেট মোসাম্মৎ মুক্তিকেও ঢামেকের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপিপন্থি আইনজীবী নেতারা আহতদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন। এদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, জজ কোর্ট প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর