ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সবুজ কারখানার স্বীকৃতি পেল বেক্সিমকো

২০২২ নভেম্বর ২০ ০৬:৪৯:৫৫
সবুজ কারখানার স্বীকৃতি পেল বেক্সিমকো

শনিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

মহিউদ্দিন রুবেল বলেন, গত এক মাসে নতুন করে দুটি কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি আমাদের ব্র্যান্ডিংকে আরও মজবুত করেছে এবং ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে এটি নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর।

বিজিএমইএ জানিয়েছে, ৮৫ স্কোর পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে বেক্সিমকো। আরও কিছু কারখানা পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

উল্লেখ্য, পোশাক কারখানায় সবুজ সংকেতের দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়। বাংলাদেশের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর