ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জীবন বিমার শেয়ারে ভর করে বাজার ইউটার্ন

২০২৩ জুন ০৪ ১৮:২১:১০
জীবন বিমার শেয়ারে ভর করে বাজার ইউটার্ন

তবে লেনদেনের শুরু থেকেই আজ শক্ত অবস্থানে দেখা যায় জীবন বিমার শেয়ার। বাজার যখন নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়, তখন জীবন বিমার শেয়ার আরও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হতে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই বাজার ফের ইতিবাচক ধারায় ফিরে আসে এবং লেনদেনেও গতি ফিরতে শুরু করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০ সালে দেশের শেয়ারবাজার যখন নেতিবাচক প্রবণতায় আটকে ছিল, তখন বিমা খাতের শেয়ার বাজারকে চাঙ্গা করে তোলে। সেই সময়ে বিমা খাতের শেয়ারে চাঙ্গাভাব বিরাজ করায় ঝিমিয়ে পড়া শেয়ারবাজারও ইতিবাচক প্রবণতায় মোড় নেয়।

তাঁরা বলছেন, এবারও দীর্ঘদিন যাবত দেশের শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করছে। গত কিছুদিন যাবত জীবন বিমার শেয়ারে চাঙ্গাভাব দেখা দিয়েছে। এরফলে সার্বিক বাজারেই চাঙ্গাভাব উঁকিঝুঁকি দিতে শুরু করে। যেখানে প্রতিদিন লেনদেন হওয়া শেয়ারের মধ্যে সিংহভাগ শেয়ার নেতিবাচক প্রবণতায় আটকে ছিল, এখন প্রতিদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করছে।

অন্যদিকে, বাজারের লেনদেন যেখানে ৩০০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকার ঘরে আটকে ছিল, এখন হাজার কোটি টাকা অতিক্রম করে ২ হাজার কোটি টাকার দিকে এগুচ্ছে। এখন প্রায় প্রতিদিনই দেখা যায় লেনেদেন ও দর বৃদ্ধির তালিকায় জীবন বিমার শেয়ার প্রাধান্য বিস্তার করে চলেছে। এতে বাজারের লেনদেনে যেমন গতি ফিরছে, অন্যদিকে ফ্লোর প্রাইস ভেদ করে প্রায় প্রতিদিনই কিছু কিছু কোম্পানির শেয়ার স্বাভাবিক লেনদেনে ফিরছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনভর জীবন বিমার যে শেয়ারগুলো বাজার ঘুরে দাঁড়ানোর পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে, তারমধ্যে অগ্রগামী ছিল রূপালী লাইফ, মেঘনা লাইফ, পপুলার লাইফ, প্রগতি লাইফ ইন্সুরেন্স। কোম্পানিগুলোর শেয়ার আজ মার্কেট মুভারের ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি জীবন বিমার শেয়ারে চাঙ্গাভাবে ফেরায় বিনিয়োগকারীরা এখাতের শেয়ারে আশা ও আগ্রহ নিয়ে প্রতিদিনই এগিয়ে আসছে। যে কারণে প্রতিদিনই এখাতের শেয়ার যেমন সামনে এগুচ্ছে, তেমনি এখাতের লেনদেনেও নতুন মাত্রা যোগ হচ্ছে।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৩

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর