ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাসে ৩০ কোটি টাকার শপিং করেন যে নারী!

২০২৩ জুন ০৪ ০৬:৫৯:৩৭
মাসে ৩০ কোটি টাকার শপিং করেন যে নারী!

দুবাইয়ের এক নারী কেনাকাটায় দৈনিক 8 মিলিয়ন বাংলাদেশী টাকা ব্যয় করেন। মানে সৌদিরা একদিনে কোটি কোটি টাকার কেনাকাটা করে। এইভাবে, তার মাসিক কেনাকাটা ব্যয় প্রায় ৩০কোটি টাকা।

তবে সৌদির মাসিক খরচ তিনি নিজেই দেন না। গৃহিণী হওয়ায় এসব খরচ মেটাতেন স্বামী জামাল। এই দম্পতি প্রায় প্রতিদিন দুবাইয়ের বিভিন্ন বিখ্যাত শপিং মলে কেনাকাটা করতে পছন্দ করেন।

চার বছরের বিবাহিত জীবনে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশ। তবে অগ্রাধিকারের তালিকায় মালদ্বীপকে প্রথমে রেখেছে তারা। তিনি এতবার এই দেশে গেছেন যে সে দেশের সব রাস্তা মুখস্থ করে ফেলেছেন। তারা এক মাস লন্ডনে থাকতে পছন্দ করে। তবে এবার তারা সূর্যের দেশ জাপানে যেতে চায়।

স্বামী পেশায় ব্যবসায়ী হওয়ায় বছরের বেশির ভাগ সময় কাটে দেশের বাইরে। আর যখন সে বাড়িতে থাকে, তখন সৌদি রান্না করতে কিছু মনে করে না। বরং তার পুরো মনোযোগ মেকআপের দিকে। তবে স্বামী জামালের কোনো অভিযোগ নেই। বাইরের বিখ্যাত রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবার কিনুন। এই ছোট্ট জীবনে সুখে দিন কাটাতে চান তারা। তারা কোনো সাধকে এক জীবনে অপূর্ণ রেখে যেতে প্রস্তুত নয়। তবে এ জন্য স্বামী জামালের পরিশ্রমের কমতি নেই। সৌদি তার বিলাসবহুল জীবনের জন্য ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত। আর সেখানেই স্বামীর ভালোবাসার কথা শেয়ার করেছেন তার অনুসারীদের সঙ্গে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর