ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি কর্মীদের জন্য দরজা উন্মুক্ত করলো রাশিয়া

২০২৩ জুন ০৪ ০৬:৪৯:৫৫
বাংলাদেশি কর্মীদের জন্য দরজা উন্মুক্ত করলো রাশিয়া

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক ধাপে রাশিয়া বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে। আয়তনে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। বিপরীতে, দেশের জনসংখ্যা ১৪৫ মিলিয়নেরও কম। রাশিয়ার বর্তমানে কৃষি, উৎপাদন, অবকাঠামো নির্মাণ এবং জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর সংখ্যক শ্রমিক প্রয়োজন। এ কারণে দেশে বিদেশি শ্রমিকের চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার শ্রমবাজারে প্রবেশের জন্য বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় রাশিয়া প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে।

শনিবার মধ্যরাতে ৪৫ ​​জন দক্ষ জাহাজ নির্মাণ কর্মী রাশিয়ায় পাড়ি দিয়েছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শুরু হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোসেলের মাধ্যমে বাংলাদেশি কর্মীরা রাশিয়ায় ন্যূনতম বিমান ভাড়া ও চাকরির সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, রাশিয়ায় যাওয়া শ্রমিকদের মাসিক বেতন হবে ৪ থেকে ৫ লাখ টাকা।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর