ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২১ শতাংশ

২০২৩ জুন ০৩ ১৮:৫২:২৯
সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২১ শতাংশ

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থান হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স হয়েছে ৬৩৫৫.৫৬ পয়েন্ট এর আগের সপ্তাহে ছিল ৬৩২৫.৭৩ পয়েন্ট। এই হিসাবে ডিএসই এক্স বেড়েছে ২৯.৮৩ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ২.৮৩ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং ডিএসই শরীয়াহ বেড়েছে ৮.৭৯ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ ।বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৮০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৫ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৮৪৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৯৩৫ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৭৩২ টাকা বা ২০.৪১ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসসি এক্স বেড়েছে ০.৬০ শতাংশ, সিএসই-৫০ কমেছে ০.০৯ শতাংশ এবং সিএএসপিআই বেড়েছে ০.৬৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার ৯৬৮ টাকার।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর