ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চয়নিকা ফেসবুক লাইভে কাঁদলেন!

২০২৩ জুন ০৩ ০৬:৩৮:২৯
চয়নিকা ফেসবুক লাইভে কাঁদলেন!

চয়নিকা ফেসবুকে তার দুঃখ প্রকাশ করে 2 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, মানুষের মধ্যে সম্পর্ক দেখাতে হবে, প্রয়োজনে সম্পর্কের কারণে কথা বলতে হবে।

পোস্ট করা ভিডিওতে চয়নিকা প্রযোজক মোহন খানের শেষকৃত্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভক্তদের বলা হয়েছিল যে সি লাক্সারি ছিল মোহন খানের বিশাল সমুদ্র নাটকের ফ্রেম। জনপ্রিয় এই নির্মাতা অনেক মানসম্পন্ন নাটক দর্শকদের উপহার দিয়েছেন। তার হাত ধরে তারকা জগতে অনেক নতুন শিল্পীর জন্ম হয়েছে।

স্মৃতি রোমন্থন করে এসময় চয়নিকা আরও বলেন, পহেলা বৈশাখের দিন কখনই মোহন ভাইয়ের ড্রয়িং রুম খালি থাকেনি। মিডিয়ার এমন কোনো রাইটার, তারকাশিল্পী, পরিচালকরা নেই যে সেদিন তার বাড়িতে না যেতেন, না খেতেন। অথচ জানাজার দিন মাত্র তিনটা শাড়ি লাগে, সে শাড়িও তার জানাজায় সহজে মিলেনি।

শিল্পকলা একাডেমিতে তার জানাজায় অনেকেই অংশ নেননি। যা দেখে খারাপ লেগেছে চয়নিকার। তিনি বলেন, ব্যস্ততা থাকলেও একটু সময় বের করে তার জানাজায় উপস্থিত হওয়া যেত।

এরপরই নির্মাতা মোহন খান প্রসঙ্গে চয়নিকা বলেন, মোহন ভাই আপনি যেখানেই থাকুন না কেন, যারা আপনাকে ভালোবাসে তাদের মনে আপনি থাকবেন অনন্তকাল ধরে। পরপারে ভালো থাকার প্রার্থনাও জানান চয়নিকা। এসময় তার চোখ ভরে উঠেছিল বিষাদের অশ্রুতে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর