ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি বার্জার

২০২৩ জুন ০২ ১৯:৪৯:৩৬
বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি বার্জার

এর আগে ২০২১ সালে কোম্পানিটি ৩৭৫ শতাংশ ক্যাশ, ২০২০ সালে ২৯৫ শতাংশ ক্যাশ, ২০১৯ সালে ২৫০ শতাংশ ক্যাশ এবং ২০১৮ সালে ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তারও আগে ২০১৭ সালে কোম্পানিটি ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি রেকর্ড মুনাফা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ৩০১ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ৩.৫৭ শতাংশ বেশি। আগের বছর নীট মুনাফা ছিল ২৯০ কোটি ৬০ লাখ টাকা।

এতে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। যা আগের বছর ছিল ৬২ টাকা ৬৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ অর্থবছর শেষে কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।

কিন্তু ডিভিডেন্ড, মুনাফা ও সম্পদ মূল্য রেকর্ড বৃদ্ধির পরও বার্জারের বিনিয়োগকারীরা খুশি হতে পারেনি। যে কারণে গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর কমেছে। আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারদর ছিল ১ হাজার ৮০০ টাকা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৭ টাকা ৩০ পয়সায়। ডিভিডেন্ড ঘোষণা আসার দিন শেয়ারটির দর কমেছে ১২ টাকা ৭০ পয়সা।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর