ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার নিয়ে যা জানালেন গভর্নর

২০২৩ জুন ০২ ১৭:০২:২৭
শেয়ারবাজার নিয়ে যা জানালেন গভর্নর

আজ শুক্রবার (২ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

অর্থসচিব বলেন, বাজেটে শেয়ারবাজার নিয়ে আমরা কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখিনি। তবে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমরা গভর্নরের কাছ থেকে শুনব।

শেয়ারবাজারের চাপ নিয়ে মুখ খুললেন গভর্নর। তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনেক সমস্যা ছিল।সেগুলোআমরা কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেছি। গত এক বছরে তিন থেকে চারটি বড় সমস্যার সমাধান করেছি।

গভর্নর আরও বলেন, এই মুহূর্তে শেয়ারবাজারে যে পলিসি সাপোর্ট দেওয়া দরকার তা পর্যাপ্ত আছে। আমাদের শেয়ারবাজারে দুটি অংশ। একটি ইক্যুইটি মার্কেট এবং অন্যটি বন্ড মার্কট। এখন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বন্ড মার্কেট উন্নত করতে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে যেসব সাপোর্ট দেওয়া দরকার তা আমরা দিয়ে আসছি।

শেয়ারবাজারের জন্য কোনো সুখবর নেই আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতিহীন শেয়ারবাজারে গতি ফেরার জন্য বাজেটে কিছু ব্যবস্থা রাখা হতে পারে-এমন আশা করেছিলেন বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা। কিন্তু তাদের দীর্ঘশ্বাসই কেবল বেড়েছে। তবে বাজেটে শেয়ারবাজারের জন্য কোনো সুবিধা না থাকলেও, শেয়ারবাজার সংশ্লিষ্ট কোনো খাতে সরাসরি কর বাড়ানোর প্রস্তাব করা হয়নি-এটা ভেবে তারা কিছুটা সান্ত্বনা পেতে পারেন।

এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানায়, দেশের শেয়ারবাজারের জন্য স্মার্ট সংস্কার দরকার। বাজারের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত থাকলে হয়তো এই বাজেটেই কিছু সংস্কার দেখতে পেতাম। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এছাড়া বিও হিসাব এবং কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নিয়েও আপত্তি রয়েছে। তাই শেয়ারবাজারে এসব আপত্তিকর বিষয় সংস্কার করা ছাড়া স্মার্ট বাজার গঠন করা সম্ভব নয়।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর