ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপির আন্দোলন রঙিন খোয়াবেই থাকবে : কাদের

২০২২ নভেম্বর ১৯ ২১:৫২:১৮
বিএনপির আন্দোলন রঙিন খোয়াবেই থাকবে : কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে আমাদের নিরাপদ প্রস্থান চায়। কোন মুখে এমন কথা বলেন? তারা তো আন্দোলন করতেই জানে না। তারা মুখে দেশনেত্রী বলে ফেনা তোলে অথচ নেত্রীর জন্য একটি মিছিলও করতে পারে না।

আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন রঙিন খোয়াবেই থাকবে। তারা এখন বিদেশিদের কাছে নালিশ করে নালিশ পার্টি হিসেবে পরিচিত হয়েছে। বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন দিনের আলোতে অমাবস্যা দেখছে। পূর্ণিমার রাতেও অমাবস্যা দেখছে। তারা দেশের উন্নয়ন দেখে না।

তিনি বলেন, বিএনপি বলে শুধু জনতার ঢল, অথচ তাদের সিলেটে জনতার ঢেউ নেই, সেখানে আছে সুরমার ঢেউ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর