ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দুই মেঘনার দাপট

২০২৩ জুন ০১ ১৮:২১:০৭
দুই মেঘনার দাপট

সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারদর ও লেনেদেনে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। আজও কোম্পানি দুটি শেয়ার দর বেড়েছে এবং শেষ পর্যন্ত কোম্পানির দুটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে বিক্রেতা শুন্য ছিল।

মেঘনা লাইফ

আজ মেঘনা লাইফের ৩৬ লাখ ২ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা। আজ কোম্পানিটির বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

কোম্পানিটির শেয়ার দর পর্যালোচনা করে দেখা যায়, গত ১১ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকার নিচে। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৯৩ টাকা ৮০ পয়সায়। সে হিসেবে গত কয়েক দিনে কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ২১ টাকা ৬০ পয়সা বা ২৯.২০ শতাংশ।

মেঘনা সিমেন্ট

আজ মেঘনা সিমেন্টের ১ লাখ ১৪ হাজার ২৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ লাখ ৯১ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

তথ্য পর্যালোচনা দেখা যায়, গত ০২ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬০ টাকা ৮০ পয়সা । আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৬৭ টাকা ৬০ পয়সা। সে হিসেবে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা ১১.১৮ শতাংশ।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর