ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এরদোগানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০২৩ জুন ০১ ০৮:০৪:২৮
এরদোগানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কথোপকথনের সময় এই দুই নেতা প্রায় ১০ মিনিট কথাবার্তা বিনিময় করেন এবং একে অপরের সঙ্গে কথা বলেন।

প্রেস সচিব বলেন, দুই নেতা ফোনে কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হওয়ায় তুরস্কের পুনঃনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের উপস্থিতি ৮৬ শতাংশের বেশি ছিল। একইসঙ্গে তিনি সঠিক নেতা নির্বাচনের ব্যাপারে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন, যা দফায় দফায় নির্বাচনের পর প্রমাণিত হয়েছে।

ফোনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ একাত্ম ছিল উল্লেখ করে এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর