ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইনভেস্টএশিয়া ব্যালেন্স ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

২০২৩ মে ৩১ ১৫:৪৫:৩১
ইনভেস্টএশিয়া ব্যালেন্স ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বুধবার (৩১ মে ) বিএসইসির ৮৭০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজম্যান্ট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজম্যান্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সেনটিলেন ট্রাস্ট্রি এবং কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর