ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বহুজাতিকের শেয়ার এখন গলার কাঁটা

২০২২ নভেম্বর ১৯ ১৬:৫৪:১৬
বহুজাতিকের শেয়ার এখন গলার কাঁটা

কিন্তু এমন বেশি দামের ফান্ডামেন্টাল শেয়ারগুলো এখন বেশিরভাগই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যা বিনিয়োগকারীদের গলার কাঁটা হয়ে আটকে আছে বলে মনে করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। সর্বশেষ সপ্তাহের শেয়ার দাম ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ফ্লোর প্রাইসে অবস্থান করা নয় কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিঙ্গার বিডি, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজুমার কেয়ার, ম্যারিকো এবং বার্জার পেইন্টস লিমিটেড। আর শেয়ার দাম বৃদ্ধি পাওয়া দুই কোম্পানির মধ্যে রয়েছে বাটা সু এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

বাটা সু:

দেশের শীর্ষ পাদুকা কোম্পানিটির শেয়ারদর ১৩ নভেম্বর ছিল ৯২৬ টাকা ৪০ পয়সায়, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৯৬৫ টাকা ৭০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ২৪ শতাংশ বা ৩৯ টাকা ৩০ পয়সা।

লাফার্জহোলসিম:

সিমেন্ট খাতের কোম্পানি ১৩ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ার দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৬৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদামবেড়েছে ১ দশমিক ০৪ শতাংশ বা ৭০ পয়সা।

ফ্লোর প্রাইসে অবস্থান করা নয় কোম্পানির মধ্যে রয়েছে সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দাম ৪২ ৯০ টাকায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার দাম ছিল ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সায়, টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার দাম ছিল ২৮৬ টাকা ৬০ পয়সায়, রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ছিল ১ হাজার ৭১১ টাকা ৬০ পয়সায়, তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার দাম ৫১৮ টাকা ৭০ পয়সায়, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের শেয়ারদর ছিল ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সায়, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড শেয়ার দাম ছিল ১৭৯ টাকা ১০ পয়সায়, প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার দাম ১৫১ টাকা ৯০ পয়সায়, ইউনিলিভার কঞ্জুমার কেয়ারে শেয়ার দাম ছিল ২ হাজার ৮৪৯ টাকায় এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার দাম ছিল ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়অ সবগুলো কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর