ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিপীড়নের প্রতিবাদে মেডেল গঙ্গায় ফেলবেন ভারতীয় কুস্তিগীররা

২০২৩ মে ৩১ ০৭:৪৬:২৮
নিপীড়নের প্রতিবাদে মেডেল গঙ্গায় ফেলবেন ভারতীয় কুস্তিগীররা

অলিম্পিক পদক বিজয়ী সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ প্রতিবাদী কুস্তিগীররা মঙ্গলবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলল, 'আমরা আমাদের পদকগুলো গঙ্গার জলে ফেলব।'

তারা আরও বলেন, ‘গঙ্গা আমাদের কাছে যতবেশি পবিত্র এই মেডেলও আমাদের কাছে ততটাই পবিত্র। এই মেডেল পুরো দেশের জন্য পবিত্র। আমরা এর উপযুক্ত স্থান গঙ্গাতেই ফেলব। এই মেডেল আমাদের জীবন। আমাদের আত্মা। তাই এটা ফেলে দেয়ার পর আমাদের আর বেঁচে থাকার মানে হয় না।’ যৌন হয়রানির অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে গত এপ্রিল মাস থেকে দিল্লিতে আন্দোলন করে আসছেন ভারতের শীর্ষ রেসলাররা। গত রোববার (২৮ মে) তারা ভারতের নতুন পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা নিয়ে অগ্রসর হলে পুলিশি নিপীড়নের শিকার হন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে দাঙ্গার মামলাও করেছে পুলিশ। এরপরই রাষ্ট্রের এমন আচরণের প্রতিবাদে নিজেদের অর্জিত মেডেল গঙ্গায় ছুড়ে ফেলার ঘোষণা দিয়েছেন রেসলাররা। তারা উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গায় নিজেদের মেডেল ছুড়ে ফেলবেন বলে জানিয়েছেন। এরপর ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসবেন।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর