ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সামরিক স্থাপনায় সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন

২০২৩ মে ৩১ ০৭:৪৪:৪৪
সামরিক স্থাপনায় সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন

'দ্য ডন'-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক প্রতিষ্ঠানে সহিংসতার মামলায় মঙ্গলবার আদালতে হাজির হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তার বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন যে সহিংসতার ঘটনাটি ঘটেছিল তখন তিনি হেফাজতে ছিলেন। পরে এ মামলায় তাকে ২ জুন পর্যন্ত জামিন দেন আদালত। আজ আরও তিনটি মামলায় জামিন মঞ্জুর করেছেন ইমরান খান। এদিকে, সাময়িক জামিন পেলেও পাকিস্তানের কয়েকটি সেনানিবাস এবং সেনা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইমরান খান সরাসরি জড়িত বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ইমরান খানকে সামরিক আদালতে তোলা হতে পারে বলেও জানান তিনি। গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। পরে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুক্তি দেয়া হয় তাকে। এরপর থেকেই সরকার ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে আসছেন ইমরান তবে, তার আলোচনার প্রস্তুাব সরাসরি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ বলেন, রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হয়। কিন্তু যারা জঙ্গি ও দাঙ্গাকারী, যারা সরকারি ভবন জ্বালিয়ে দেয়, সারা দেশে দাঙ্গার আগুন ছড়িয়ে দেয়, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর