ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৌদির ক্লাবে যেতে আগ্রহী বেনজেমা!

২০২৩ মে ৩১ ০৭:৪১:৪৮
সৌদির ক্লাবে যেতে আগ্রহী বেনজেমা!

রোমানোর মতে, বেনজেমা বছরে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন। এ বিষয়ে রিয়াল মাদ্রিদকে জানিয়েছেন তিনি। এখন শুধু ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষা।

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। ৩৫ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় এই মৌসুমে লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা যিনি মৌসুমের বেশিরভাগ সময় ইনজুরির সাথে লড়াই করেও ১৭ গোল করেছেন। কিন্তু বয়স এবং ফিটনেস; রিয়ালে তার ক্যারিয়ারের ধোঁয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে। চলতি মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

জানা যাচ্ছে, বেনজেমাকে দলে ভেড়াতে চাওয়ার অন্যতম লক্ষ্য ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার যে স্বপ্ন সৌদি আরব দেখছে, লিওনেল মেসির সঙ্গে বেনজেমাকেও তার অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগানো। আগামী মাসেই ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তির আসরের জন্য আনুষ্ঠানিক বিড উত্থাপন করবে মধ্যপ্রাচ্যের দেশটি।

সদস্যদের ভোটাভুটির মাধ্যমে ২০২৪ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হবে ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ। এরইমধ্যে বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে ইউরোপ থেকে সামিল হয়েছে স্পেন-পর্তুগাল-ইউক্রেন। তাদের সঙ্গী হিসেবে আছে আরেক আরব দেশ মরক্কো।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর