ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এফ-১৬ যুদ্ধবিমানে আগ্রহী এরদোয়ান

২০২৩ মে ৩১ ০৭:২৫:২৭
এফ-১৬ যুদ্ধবিমানে আগ্রহী এরদোয়ান

কাতার ভিত্তিক মিডিয়া আউটলেট আল জাজিরা মঙ্গলবার (মে 30) জানিয়েছে যে বিডেন সোমবার এরদোগানকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করার পরে দুই নেতা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

"আমি এরদোগানের সাথে কথা বলেছি," হোয়াইট হাউস থেকে তার ডেলাওয়্যারের বাসভবনে যাওয়ার পথে সাংবাদিকদের বাইডেন বলেছিলেন। আমি তাকে অভিনন্দন জানালাম। তিনি (এরদোগান) এখনও F-16 যুদ্ধবিমান নিয়ে কিছু কাজ করতে চান। আমি তাকে বলেছি, আমরা সুইডেনের সঙ্গে একটি চুক্তি চাই। এটা একসঙ্গে কাজ করতে দিন. আমরা একে অপরের সাথে এটি সম্পর্কে কথা বলব।

এদিকে বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়ে এরদোয়ানের দফতর এক বিবৃতি বলেছে, দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতার বিষয়গুলো আরও গভীর করতে সম্মত হয়েছেন দুই নেতা। দ্বিপক্ষীয় এ সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়ে তুরস্কের আগ্রহ বেশ পুরোনো। এ জন্য দেশটি ২ হাজার কোটি ডলার খরচ করতেও রাজি। যদিও শুরু থেকেই এতে আপত্তি তুলেছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের মতে, ন্যাটোর সম্প্রসারণের বিষয়ে এখনও সবুজসংকেত দেয়নি আঙ্কারা। এছাড়া এরদোয়ানের সিরিয়া নীতি ও তুরস্কের মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন রয়ে গেছে। তাই আপাতত আঙ্কারার কাছে এফ-১৬ বিক্রি করতে চাইছে না মার্কিন কংগ্রেস। আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নিরপেক্ষতার নীতি মেনে আসছে সুইডেন ও ফিনল্যান্ড। তবে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর দেশ দুটির এ নীতিতে পরিবর্তন আসে। ফিনল্যান্ড ও সুইডেনের ধারণা, তাদের দেশেও যেকোন মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। তাই আগাম নিরাপত্তার অংশ হিসেবে ন্যাটোতে যোগ দিতে চায় তারা। যাতে, জোটের কোন সদস্য রাষ্ট্রে হামলা একযোগে পাল্টা জবাব নেয় ন্যাটোর বাকি সদস্যরা। তবে, সুইডেন ও ফিনল্যান্ডের ওই আগ্রহে আপত্তি তোলে তুরস্ক। জোটে নতুন সদস্য যুক্ত করতে হলে বর্তমান সব সদস্যের সম্মতির প্রয়োজন। এতেই আটকে যায় দেশ দুটির ন্যাটোয় যোগদান। যদিও, পরবর্তীতে ফিনল্যান্ডের বিষয়ে পরে আপত্তি তুলে নিলে ন্যাটোভুক্ত হয় ফিনল্যান্ড। তবে, সুইডেনের বিষয়ে এখনও অনড় অবস্থানে তুরস্ক। ঝুলে রয়েছে সুইডেনের আবেদন। আর তাই সুইডেনের বিষয়ে এরদোয়ানকে রাজি করাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর