ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মার্কিন সিনেটরের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি

২০২৩ মে ৩০ ০৭:৪০:৪৭
মার্কিন সিনেটরের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি

সিনেটর গ্রাহাম, দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান, এই সপ্তাহে (26 মে) ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেছেন। জেলেনস্কির অফিস থেকে মিটিংয়ের একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়েছে। এটি দেখায়, গ্রাহাম বলেছেন, রাশিয়ানরা যুদ্ধে মারা যাচ্ছে। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা ভালোভাবে কাজ করছে।

সিনেটর লিন্ডসে গ্রাহামের মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাশিয়া। গ্রাহামের মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, "যেকোনো দেশের জন্যই এমন একজন সিনেটর থাকা খুবই লজ্জাজনক।" এ ছাড়া গ্রাহামকে 'ওয়ান্টেড' আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ২৪ ফেরব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের করে নিয়েছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবারও (২৯ মে) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলাটি চলতি মাসে কিয়েভে রুশবাহিনীর ১৬তম হামলা। ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, শত্রুরা ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এস-৩০০ ও এস-৪০০ এর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়ে থাকতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, সোমবার সকালে কিয়েভে অন্তত ১১টি বিস্ফোরণ শোনা যায়। এর আগে রবিবার রাতে রাশিয়ার ছোড়া ৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর