ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত

২০২৩ মে ৩০ ০৭:৩৯:১২
সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত

এই সপ্তাহে কসোভোতে সার্ব ও আলবেনিয়ান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ কারণে সীমান্তে সেনা মোতায়েন করে সার্বিয়া। আর ন্যাটো শান্তিরক্ষীরা কসোভোতে অবস্থান করছে। সোমবার (29 মে), উত্তরাঞ্চলীয় শহর লিপোসাভিক-এ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী এবং ন্যাটো সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ইউরোপের একটি ছোট মুসলিম দেশ কসোভোর মোট জনসংখ্যার 90 শতাংশেরও বেশি জাতিগত আলবেনিয়ান। জনসংখ্যার পাঁচ শতাংশের বেশির ভাগই সার্ব গোষ্ঠীভুক্ত, যারা সার্বিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাস করে। বেশিরভাগ সার্ব এপ্রিলে স্থানীয় নির্বাচন বর্জন করেছিল, অভিযোগ করে যে আলবেনিয়ানরা শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়ন সহ সমস্ত ক্ষেত্রে আরও বেশি লাভ করছে। আলবেনিয়ানদের অভিযোগ, নির্বাচনে জয়ী হলে সার্বিয়া সীমান্ত অঞ্চলটিকে সার্বিয়ান স্যাটেলাইট স্টেটে পরিণত করতে পারে। অঞ্চলটিতে সম্প্রতি চারজন আলবেনীয় মেয়র দায়িত্ব নেয়ার পর সংঘাতের সূত্রপাত। গত শুক্রবার (২৬ মে) তা চরম আকার ধারণ করে। সার্ব অধ্যুষিত ভেকান শহরে সরকারি ভবনের বাইরে সংঘর্ষে আহত হয় ডজনখানেক মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও বন্দুক ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় সার্বদের পক্ষ নিয়ে যেকোন অপ্রীতিকর অবস্থা রুখতে সীমান্তে সেনা মোতায়েন করেছে সার্বিয়া। অন্যদিকে সার্বদের উপর বলপ্রয়োগের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর