ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সুদানে অস্ত্রবিরতির মেয়াদ বাড়লো

২০২৩ মে ৩০ ০৭:৩৭:২৩
সুদানে অস্ত্রবিরতির মেয়াদ বাড়লো

আফ্রিকার দেশটিতে গত এপ্রিলে গানটির আত্মপ্রকাশ হয়। সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক আরএসএফের সংঘর্ষ হয়। এরপর থেকে এক মাসেরও বেশি সময় ধরে ক্ষমতা দখলের লড়াই চলছে।

সংঘর্ষের শুরু থেকে উভয় পক্ষই বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু কোনো যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি। গত সপ্তাহে আরেকটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সোমবার (২৯ মে) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে গত রোববার (২৮ মে) দুই আন্তর্জাতিক মধ্যস্থতাকারী সৌদি আরব ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে কার্যকর অস্ত্রবিরতি ঘোষণার আহ্বান জানায়। অবশেষে মেয়াদ শেষ হওয়ার আগেই আরও পাঁচদিনের জন্য অস্ত্রবিরতিতে রাজি হয়েছে সেনা ও আরএসএফ। তবে অস্ত্রবিরতি ঘোষণা করা হলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে আগের মতোই সন্দেহ থেকে যাচ্ছে। এএফপির প্রতিবেদনে মতে, সোমবার (২৯ মে) সকালেও রাজধানী খার্তুমের উত্তরাঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরে নাগরিকদের অস্ত্র হাতে নেয়ার বার্তা দেয়া হয়েছে। দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের এই নির্দেশ দিয়েছেন। গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-যুবক নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আর তা হতে দেয়া যাবে না। দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল। সে সময় গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল। সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের অনুরোধ জানিয়েছেন তিনি।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর