ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ আমলেই স্বচ্ছ নির্বাচন হয় : প্রধানমন্ত্রী

২০২২ নভেম্বর ১৯ ১৪:৫৬:৫০
আ.লীগ আমলেই স্বচ্ছ নির্বাচন হয় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আমলেই এ দেশে স্বচ্ছ নির্বাচন হয়। ২০০১-এর নির্বাচন অথবা মাগুরা, ঢাকা-১০-এর উপনির্বাচনের ঘটনাই মনে করিয়ে দেয়, বিএনপি আমলে নির্বাচনের নামে কী হতো।

আজ শনিবার (১৯ নভেম্বর) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে স্লোগান ছিল—১০টা হুন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ভোটের বাক্সে সিল মারা থেকে শুরু করে ওই সময় নানা অপকর্ম হতো।

তিনি বলেন, আর এখন সেই বিএনপিই নির্বাচন নিয়ে বড় বড় কথা বলে। তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে!

আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায়, তখন রিজার্ভ ছিল মাত্র ২ দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলার, যেটা তিন মাসের খাবার আমদানি করারও পয়সা হতো না। সেই অবস্থায় আমি সরকারে আসি এবং তখন থেকে রিজার্ভ বাড়াতে শুরু করি।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর