ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বোলা টিনুবু নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

২০২৩ মে ৩০ ০৭:৩৩:১৫
বোলা টিনুবু নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

শপথ গ্রহণের পর তার বক্তৃতায় প্রেসিডেন্ট বোলা আহমেদ নাইজেরিয়ার বর্তমানে দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তত ৬ শতাংশে উন্নীত করবেন।

এ ছাড়া তিনি বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি মুদ্রা বিনিময় হার আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। টিনুবু বলেন, “অর্থনীতির পরিপ্রেক্ষিতে আমাদের লক্ষ্য উচ্চ জিডিপি প্রবৃদ্ধি এবং বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা।” চলতি বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। টিনুবু ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের প্রার্থী হিসাবে 37 শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন। টিনুবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আতিকু আবুবক্কর ভোট পান ২৯ শতাংশ। আর লেবার পার্টির পিটার ওবি পান ২৫ শতাংশ ভোট। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন টিনুবুর প্রধান দুই প্রতিপক্ষ। তারা নির্বাচনে টিনুবুর জয়ের ফলাফল চ্যালেঞ্জ করেন। নির্বাচনের ফলাফল নিয়ে টিনুবুর প্রধান দুই প্রতিপক্ষের মূল যুক্তির ওপর মঙ্গলবার (৩০ মে) একটি ট্রাইব্যুনালে শুনানি শুরু হওয়ার কথা। এ বিষয়ে আগামী সেপ্টেম্বরের আগে কোনো রায় আসবে বলে মনে হয় না। নির্বাচনের ফলাফল নিয়ে চলমান এই বিতর্কের মধ্যেই সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন টিনুবু। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের জেরে নাইজেরিয়ার জনগণের মধ্যে বিভক্তি আরও বেড়েছে। দেশটির অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতিও অবনতিশীল। এই পরিস্থিতির জন্য তিনুবুর পূর্বসূরি বুহারিকেই দায়ী করে থাকেন অনেকে। ফলে নাইজেরিয়ার অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য টিনুবুর ওপর চাপ থাকবে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর