ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আসন্ন বাজেটে বাড়ছে ভ্যাট, মোবাইলের দামে প্রভাব পড়বে

২০২৩ মে ৩০ ০৭:১৩:২৮
আসন্ন বাজেটে বাড়ছে ভ্যাট, মোবাইলের দামে প্রভাব পড়বে

২০১৮ সালে, সরকার দেশে মোবাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার জন্য বাজেটে একটি বিশাল শুল্ক ছাড় দিয়েছিল। হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্কের তুলনায় দেশে উৎপাদন বা সমাবেশে প্রায় ১৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়। আর স্যামসাং, টেকনো, ভিভোসহ ১৪টি কোম্পানি এই শুল্ক সুবিধা নিয়ে দেশে মোবাইল ফোন উৎপাদন করছে, যা দেশের চাহিদার ৯৫ শতাংশ পূরণ করছে।

তবে ভ্রমণ শুরুর চার বছর পর চলতি অর্থবছরে ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। তিনটি স্তরে - প্রস্তুতকারক, ডিলার এবং খুচরা - যা ১৫ শতাংশ পর্যন্ত যোগ করে। এতে প্রতিটি হ্যান্ডসেটের দাম বেড়েছে প্রায় তিন হাজার টাকা। এই অনুপাত না কমিয়ে প্রথমবারের মতো হ্যান্ডসেট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট আরোপ করছে সরকার। পাশাপাশি উভয় ক্যাটাগরিতে ৭.৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ভ্যাট যোগ করা যেতে পারে। এ বিষয়ে ট্রানশান বাংলাদেশ লিমিডেটের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজোয়ানুল হক বলেন, ‘যদি কাস্টমস ডিউটি ও ভ্যাট মিলিয়ে ১০ শতাংশ বাড়ে, তাহলে আমাদের ওপর প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়বে। এরই মধ্যে এ বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছি, আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি।’ প্রসঙ্গত, বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারী সাড়ে চার কোটি। অথচ ফোরজি নেটওয়ার্ক পুরোপুরি ব্যবহারের জন্য অন্তত আট কোটি স্মার্টফোন ব্যবহারকারী দরকার। এ অবস্থায় এনবিআরের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় মোবাইল অপারেটররা। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘যদি হ্যান্ডসেটের ওপর ট্যাক্স বাড়ে, অবশ্যই মানুষ কিন্তু দামি ফোন বা স্মার্টফোন কিনতে দ্বিধাবোধ করবে। যদি আমরা ফোরজি করে থাকি; কিন্তু সে পরিমাণ স্মার্টফোন ব্যবহারকারী না থাকেন, তাহলে দেখা যাবে আমাদের বিনিয়োগেরও কার্যকর ব্যবহার হবে না।’ বর্তমানে ব্রডব্যান্ডে ৪০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনতে প্রতি এমবিতে বড় আইএসপিগুলোর খরচ হয় ১৮০ টাকা। অথচ ছোট সেবাদাতাদের ক্ষেত্রে তা ৩০০ টাকা। কাজেই ইন্টারনেটের দাম কমাতে এ বৈষম্য দূর করার দাবি করছে আইএসপিগুলো। এছাড়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমানোর সম্ভাবনা দেখছেন না সেবাদাতারা। এ ক্ষেত্রে সব এক রেট করার দাবি জানিয়েছেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। এদিকে, এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আমাদের মোবাইল উৎপাদকদের ছোটখাটো সমস্যা আছে। আর আমি অতন্ত গুরুত্ব দিয়ে এই সমস্যাগুলো বিবেচনা করি।’ উল্লেখ্য, বর্তমানে দেশে মোবাইল ফোনের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর