ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নির্বাচনের আগে দাম বাড়ছে না বিদ্যুতের: নসরুল হামিদ

২০২৩ মে ৩০ ০৭:০৩:৩১
নির্বাচনের আগে দাম বাড়ছে না বিদ্যুতের: নসরুল হামিদ

তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন যেমন বাড়ছে, তেমনি চাহিদাও বাড়ছে। নির্বাচনের আগে বিদ্যুতের দাম না বাড়ালেও এ ক্ষেত্রে অতিরিক্ত সেস কমানোর প্রস্তাব করেছে এনবিআর। বাজেটে এর প্রতিফলন ঘটবে বলে আশা করছে মন্ত্রণালয়।

সোমবার (২৯ মে) রাজধানীর বিজলী ভবন এফইআরবিতে আয়োজিত বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার আপাতত গণহারে ভর্তুকি না দিয়ে যেসব খাতে ভর্তুকি দরকার সেখানে দেবে।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় এ মুহূর্তে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানো যাচ্ছে না বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, নতুন নতুন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস পাওয়া যাচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে, অর্থ সঙ্কটের কারণে নতুন গ্যাস ক্ষেত্রে খনন করা যাচ্ছে না।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর