ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল অনুমোদন

২০২৩ মে ২৯ ২২:৩৪:২৯
শেয়ারবাজারে শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল অনুমোদন

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা দেওয়া হয়েছে রোববার (২৮ মে)।

এতে বলা হয়, শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ ইস্যু করতে এবং ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন করতে কমিশন শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন প্রয়োজন মনে করছে। এজন্য ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলের জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ (প্রফেসর অব ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়); মুফতি শহীদ রাহমানী (চিফ এক্সিকিউটিভ অফিসার, সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বাংলাদেশ); মুফতি ইউসুফ সুলতান সিএসএএ, সিআইএফই (ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া); মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি) এবং মাওলানা শাহ ওয়ালী উল্লাহ (খতিব, সোবহানবাগ মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্স)।

অ্যাডভাইজারি কাউন্সিলের ইন্ডাস্ট্রি এক্সপার্ট ৪ জন হলেন- অধ্যাপক আবু তালেব (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট); এ কে এম নুরুল ফজল বুলবুল (লিগাল এক্সপার্ট); অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ (অ্যাকাউন্টিং এক্সপার্ট) এবং মেজবাহ উদ্দিন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ (ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট)।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর