ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিলেটের সমাবেশেও খালেদা জিয়ার জন্য চেয়ার

২০২২ নভেম্বর ১৯ ১৪:৫৩:০৪
সিলেটের সমাবেশেও খালেদা জিয়ার জন্য চেয়ার

আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেখা যায়, মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য।

এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য নেতার চেয়ার রাখা হয়েছে।

সমাবেশস্থল কানায় কানায় ভরপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে মোট ৫৬ নেতা বক্তব্য দেবেন।

এদিকে, সিলেটে চলছে পরিবহন ধর্মঘট। ট্রেনসহ বিকল্প পথে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যেই স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল। মাঠে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও রয়েছে।

পুরো সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট থাকলেও বিএনপির এ জনসভা স্মরণকালের বড় গণজমায়েতে পরিণত হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর